বাংলা৭১নিউজ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদোসুকা এলাকায় এ দুর্ঘনা ঘটে।
নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সুপারিপাড়া গ্রামের ওয়াহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম ও বালাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে থ্রি হুইলার চালক শহিদুল ইসলাম। তাক্ষণিকভাবে একজনের পরিচয় জানা যায়নি।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল ট্রাকটি। থ্রি হুইলারটি ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসছিল। পথে কালমেঘ কাদোসুকা এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুটি যানবাহনই দুড়মেমুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/জেআই