কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে বাসের ধাক্কায় দুই শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার সৌদি প্রবাসী নাসির উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৮), মেয়ে সাবা (৬)।
স্থানীয়রা জানান, সকালে ট্রেন দেখতে গিয়ে ডুলাহাজারা সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় দুই ভাই-বোন। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সে নিহতদের চাচাতো বোন। তাকে মালুমঘাট হাসপাতালে নেওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ডুলাহাজারা সড়কে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে ঘটনার কারণসহ বিস্তারিত জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ