মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ট্রেন থামিয়ে ৫ হাজার লিটার তেল চুরি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের পাঁচ হাজার লিটার চোরাই তেলসহ তেল চোর চক্রের অন্যতম হোতা পিন্টু শেখকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঈশ্বরদীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পিন্টু ঈশ্বরদীর শৈলপাড়া মহল্লার রিয়াজ শেখের ছেলে। এর আগে ১২ মার্চ দেড় হাজার লিটার চোরাই তেলসহ তেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছিল র‌্যাব।

র‌্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার মো. আমিনুল কবির তরফদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মোহাম্মদপুর এলাকার বাইপাস থেকে তেল চোর চক্রের অন্যতম হোতা পিন্টু শেখকে গ্রেফতার করা হয়।

jagonews24

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোহাম্মাদপুর এলাকা থেকে ট্রেনের পাঁচ হাজার লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। এ সময় পিন্টুর সহযোগী মো. মিজানুর রহমান ও মো. সুমন হোসেন পালিয়ে যান। পলাতক মিজানুর ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার মৃত গোলাম রহমানের ছেলে এবং সুমন একই এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। এর আগে ১২ মার্চ ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ট্রেনের চোরাই দেড় হাজার লিটার তেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছিল র‌্যাব।

র‌্যাবের কমান্ডার আমিনুল কবির তরফদার আরও বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ট্রেনের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ট্রেন থামিয়ে তেল চুরি করে আসছিল। এসব চোরাই তেল চোর চক্রের অন্যতম হোতা মিজানুর রহমানের দোকানসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এফআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com