বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পরে সোহেল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাতে শহরের তারাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত সোহেল সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনীর মতিন হোসেনের ছেলে বলে জানাগেছে।
জানাযায়, সান্তাহার রেলওয়ে ষ্টেশনের দক্ষিন পার্শ্বে তারাপুর স্থানে রবিবার রাত ১২ টার পর ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, সংবাদ পেয়ে সোমবার সকাল ১০ টায় নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস