বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের সরকারি আজিজুল হক কলেজের পাশের রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মজিদ শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে বগুড়া শহরের রহমাননগর এলাকায় থাকতেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, মজিদ একসময় বাস চালাতেন। ছয় বছর আগে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। যে কারণে ভবঘুরের মতো জীবনযাপন করতেন তিনি। মজিদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ