বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার কাহালুতে ট্রেনের ধাক্কায় হিরন চন্দ্র সাহা (৬৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে কাহালু পৌরসভার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরন চন্দ্র কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোকা গ্রামের বাসিন্দা। তিনি পর পর সাতবার মালঞ্চা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, হিরন চন্দ্র রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এমকে