বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে মাছের আড়তে ঢুকে পরে ভুলু (৪৫) নামের এক ভ্যান যাত্রীর ঘটনস্থলেই মৃত্যু হয়েছে এবং নুর ইসলাম (৪৪) নামের অপর একজন ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। পুলিশ ঢাকা-মেট্র ট-১৪৩২৪৬ নম্বর ট্রাকসহ শাকিল (২০) নামের ওই ট্রাক চালককে আটক করেছে। নিহত ভুলু সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়ার মৃত ইউনুছের ছেলে এবং আহত বাবু একই গ্রামের মন্ডল পাড়ার মৃত অছির উদ্দীনের ছেলে বলে জানাগেছে।
জানা যায, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টারদিকে শহরের বাইপাস সড়কের মৎস্য আড়তে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষর্দুশী ও স্থানীয় পুলিশ জানান, ট্রাকটি হেলপার চলানোর সময় সে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাকটি মাছের আড়তে ঢকে পরে। এসময় ট্রাকের চাপায় আড়তের সামনে দারিয়ে থাকা ভ্যান যাত্রী ভুলুর ঘটনস্থলেই মৃত্যু হয় এবং ভ্যান চালক নুর ইসলাম বাবু গুরুতর আহত হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস