বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক দুর্ঘটনায় আহত ভ্যান চালক নুর ইসলাম ও বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানাগেছে। সে সান্তাহার পৌর এলাকার বশিপুর গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টারদিকে শহরের বাইপাস সড়কের পার্শ্বে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক মৎস্য আড়তে ভিতরে ঢুকে পরলে ট্রাকের চাপায় সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় জিয়া মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/জেএস