বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি: গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানসহ আরো দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানান, আজ সকাল সাড়ে ১১ টায় গোলাপগঞ্জ থেকে আসতে থাকা সিএনজি অটোরিক্সার সাথে সিলেট থেকে আসা ট্রাক, হেতিমগঞ্জ এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
এতে সিএনজি(অটোরিক্সা) চালক সুরুজ আলী ও তার ভাই তরমুজ আলী ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত হন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানসহ আরো দু’জন। আহতদের তাৎক্ষনিক ভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস