বাংলা৭১নিউজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ট্রাক ও লেগুনায় সংঘর্ষে সুফিয়া নামের এক পোষাক শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৮জন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত সুফিয়া উপজেলার চাওনা গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।
জানা গেছে, মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ঢাকা গামী একটি ট্রাক পেছন দিক ওভারটেকিং করার সময় যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন দিক থেকে সজোড়ে ধাক্কা দেয় । ফলে লেগুনার ও ট্রাকের চালক নিয়ন্ত্রন হারালে দুটি পরিবহনই উল্টে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই লেগুনার যাত্রী সুফিয়া নামের এক পোষাক শ্রমিক নিহত হয়।
বাংলা৭১নিউজ/জেএস