নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ আলী (২৭) কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি ট্রাকের চালক জুয়েল আলী বলেন, চট্টগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। আগ্রাণ এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে না পারলে ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আমার সহকারী জাহিদ আলী নিহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেকটি ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ