বাংলা৭১নিউজ, খুলনা : খুলনায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
আজ বেলা ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা সাফি বেগম (৩০) , ছেলে টুটুল (৭) ও সাগর নামের এক ব্যক্তি।
পুলিশ জানায়, খুলনার চুকনগর থেকে ছেড়ে আসা একটি ভ্যান কাঁঠালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে মারা যায়। আহত হয় আরো সাতজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবাস বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এন