বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: হিলি স্থলবন্দরে ট্রাকের ধাক্কায় ফেরেজা বেগম নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
হিলি-জয়পুরহাট সড়কের হিলি’র হিরামতি সিনেমা হলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর দীর্ঘদিন ধরে হিলি’র চুড়িপট্টি এলাকায় সববাস করে আসছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ফেরেজা নামের এক নারী হিরামতি সিনেমা হলের সামনের রাস্তাদিয়ে হেঁটে সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ করে তাকে সজরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন ছুটে এলে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। ঘতক ট্রাকটি আটকে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস