পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের মতিন বিশ্বাসের মেয়ে সিথী বিশ্বাস (১৮) ও সদর উপজেলার চরঘোষপুর মহল্লার শরিফ রহমানের ছেলে আব্দুর রহমান (৮ মাস)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুইজন মারা যান। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, নিহতরা অটোরিকশার নাকি ভ্যানের যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়েই থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।
বাংলা৭১নিউজ/জিকে