বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের আকবর শাহ এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন ইস্পাহানি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামরুল ইসলাম (২৭), মো. নিজাম (৩২) ও মো. রেজাউল (৩০)।
আকবর শাহ থানার ওসি মো. আলমগীর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ইস্পাহানি রেলগেট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান।
পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি জব্দ এবং ট্রাকচালক ও হেলপারকে আটক করে।
ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/সিএইস