ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. খোকন খান (৪৬) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেয়ের স্বামী সুমন শেখ (২৭)।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোকন খান গোপালপুর মধ্যপাড়া এলাকার মৃত তবিবুর খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খোকন খান ও তার মেয়ের জামাই সুমন শেখের মোটরসাইকেলে আলফাডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছভর্তি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খোকন খান ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে। আহতকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করে চালক ইমরান শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএইচ