বাংলা৭১নিউজ, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ তিনজন। আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক মোতালিব জানান, নিহত পথচারী শাবজান বেওয়ার বাড়ি মির্জাপুরের কাটরা গ্রামে। ছেলেকে বাসে তুলে দিতে তিনি লৌহজং ফিলিং স্টেশনে গিয়েছিলেন। এ সময় ট্রাকটি তাকে চাপা দেয়।
আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাদের বাড়ি কাটরা গ্রামে। তাদেরকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সি