বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফনগর পুলপাড়া এলাকায় বৃহস্পতিবার ইট বহনকারী ট্রলি চাপায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু হল- পুলপাড়ার এলাকার সানাউল হকের ছেলে সামিউল হক।
পুলিশ ও নিহতের বাবা সানাউল জানান, সকাল ১০টায় বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিল সামিউল। এসময় ইট বহনকারী একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সামিউল।
স্থানীয়রা ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মঞ্জুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস