বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগIঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রলির চাপায় জুবায়ের নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের গোবড়াতলা ইউনিয়নের মহিপুর-দিয়াড় এলাকার মো.ইমরান আলীর ছেলে ও স্থানীয় নূরানী মাদ্রসার ৩য় শ্রেণির ছাত্র।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, রোববার সকালে সাড়ে ১০টার দিকে বাইকেল যোগে মাদ্রাসা যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান জুবায়ের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ঘটনার পর ট্রলি চালক নজরুল পালিয়ে যায়।
বাংলা৭১নিউজ/জেএস