বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শাবাবা সিমিন ২০১৭ খ্রিঃ অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে কৃত্বিতের সাথে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। শাবাবা সিমিন ছোট্টকাল থেকে তার শিক্ষা জীবনে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে।
তার পিতা মোঃ রফিকুল ইসলাম চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সহঃ সিনিয়র শিক্ষক। তার মাতা শিরিন সুলতানা (কাকন) উপজেলা সদরে বি.এস. ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। শাবাবা সিমিন ভবিষ্যত জীবনে একজন আদর্শবান চিকিৎসক হতে চায়।
বুধবার শাবাবা সিমিন জানায়, বিদ্যানুরাগী পিতামাতার আদর্শে লালিত হয়ে ছোট্টকাল থেকে সবক’টি শ্রেনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি এবং পিইসি পরীক্ষা সহ জেএসেিসতও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। শিক্ষা জীবনে তার এ সাফর্য ধরে রাখতে সে সকলের দোয়া কামনা করেছে’।
বাংলা৭১নিউজ/জেএস