রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত

ট্যাম্পাকো কারখানায় উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: গাজীপুর টঙ্গী বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল থেকে সেনাবাহিনীর ১০০ জনের অধিক জনবলের ১টি মেডিকেল টিমসহ এই এলাকায় কাজ করছে। খবর বাসসের।

আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বিধ্বস্ত বিল্ডিংয়ের উদ্ধার কাজের জন্য সেনাবহিনী ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্বাবধানে প্রয়োজনীয় প্লান্ট (ডামপার, লোডার, ক্রেন, ডোজার ইত্যাদি) এবং ডিজাষ্টার ম্যাজেমেন্ট এর জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামাদিসহ উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে।

১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের পাশাপাশি স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (পশ্চিম), সিটি কর্পোরেশন গাজীপুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন গাজীপুর এর সহায়তায় উদ্ধার কাজ পরিচালিত হচ্ছে।

সোমবার সকাল থেকে ৪টি মৃতদেহসহ এ পর্যন্ত মোট ৩৩টি মৃত উদ্বার করা হয়েছে।

উল্লেখ্য যে, ঘটনাস্থলটি পূর্ব-পশ্চিমে আনুমানিক ৬০০ ফুট এবং উত্তর-দক্ষিনে আনুমানিক ৩০০ ফুট এলাকা যার মধ্যে ৪টি বড় বড় বিল্ডিং রয়েছে । এর মধ্যে ৩টি ভবন ইতিমধ্যে ভেঙ্গে পড়েছে এবং ১টি ঝুঁকিপূর্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্পূর্ন এলাকাটি পর্যবেক্ষন করে পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকে ৩টি স্থান দিয়ে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে যে সমস্ত স্থানে হতাহতের পরিমান বেশি হতে পারে বলে ধারনা করা হচ্ছে সে স্থানগুলো দিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে।

জানা গেছে যে, এই কারখানায় আনুমানিক ২৫ টন রাসায়নিক দ্রব্য ছিল যার মধ্যে বিশেষ করে ইথাইল এ্যাসিটেট যা অতিদাহ্য পদার্থ এবং ঝুকিপূর্ণ। এরূপ ঝুঁকির মধ্যে সব কিছু বিবেচনায় নিয়ে উদ্ধার কাজ এগিয়ে চলছে। উদ্ধার কাজ কতদিন চলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে উদ্ধার কাজ দ্রুত শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ঈদের দিনও এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com