ভাইরাল হওয়া ভিডিওটি প্রকৃতির সাধারণ নিয়মের পুরোপুরি বিপরীত। এতে দেখা যাচ্ছে, ট্যাপ থেকে পানি পড়ছে। একটি লাইটার তার কাছে নিতেই পানিতে আগুন ধরে যায়। শুধু তাই নয়, আগুনে সেই ‘পানি পুড়ে’ ধোঁয়ায় পরিণত হয়!
ভিডিওটি ধারণ করা হয়েছে চীনে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, মিস উইন নামে পানজিন শহরের এক বাসিন্দা চীনা সামাজিকমাধ্যম উইবোতে ভিডিওটি শেয়ার করেন। এরপর দ্রুত তা ভাইরাল হয়ে যায়। রোববার ভিডিওটি পোস্ট করার পর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
পিপলস ডেইলি, চাইনার টুইটারে পোস্ট করা হলে এটি প্রচুর প্রতিক্রিয়া পায়।
উইন বলেছেন, সাধারণ ট্যাপের পানির তুলনায় আমাদের ট্যাপের পানি অনেক বেশি তৈলাক্ত।
তাদের সাপ্লাই পানিতে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিয়েও অভিযোগ করেন তিনি। জানান, তার বাবা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও এখনো এই সমস্যার সমাধান হয়নি।
তবে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, মাটির নিচ থেকেই পানিতে সামান্য পরিমাণ ন্যাচারাল গ্যাস প্রবেশ করছে।
সামাজিকমাধ্যম উইবোতে স্থানীয় আরেকজন জানিয়েছেন, ওই এলাকার অনেকের বাড়িতেই ট্যাপের পানিতে এভাবে আগুন জ্বলে।