বাংলা৭১নিউজ, ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
আজ সন্ধ্যায় এ দল ঘোষণা করা হয়।
প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার কামরুল ইসলাম রাব্বি ও মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।
এদের মধ্যে সাব্বির রহমান এবং নুরুল হাসান সোহানের জাতীয় দলের জার্সি গায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এখনও কোনো ফর্মেটেই জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি রাব্বি ও মিরাজের।
পেসার হান্ট থেকে উঠে এসেছেন রাব্বি। এর আগে গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে প্রাথমিক দলে ছিলেন তিনি। তবে মূল একাদশে জয়গা হয়নি তার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ পেসার সংকটে ভুগছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে শফিউল ইসলামের সঙ্গে ম্যাচে বল হাতে মাঠে নামবেন তিনি।
নুরুল হাসান সোহান জাতীয় দলের হয়ে টি২০ তে খেলেছেন। আর সাব্বির রহমান জাতীয় দলের ওয়ানডে এবং টি২০ তে একজন নির্ভরযোগ্য মারকুটে ব্যাটসম্যানের নাম। প্রস্তুতি ম্যাচে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/এন