ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ১০ উইকেটে হেরে টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। অন্যদিকে এই জয়ের ফলে ফাইনালের স্বপ্ন উজ্জ্বল হলো বিরাট কোহলির দলের।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনেই জয় ছিনিয়ে নেওয়া ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে। আগামী জুনের ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ভারত।
সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডকে হারাতে পারলে কিংবা কমপক্ষে ড্র করতে পারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত। তবে পরের ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে অস্ট্রেলিয়া যাবে ফাইনালে। জিতলেও ইংল্যান্ডের পক্ষে ফাইনালে খেলা সম্ভব হবে না। কারণ আগেই ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে কিউইরা।
বাংলা৭১নিউজ/সরো/হো