বাংলা৭১নিউজ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে ৬ লাখ ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
আজ সকাল ৭টায় টেকনাফের নাফ নদী সংলগ্ন আলোগোলা প্রজেক্ট এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা প্রবেশের খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তের আলোগোলা এলাকায় অবস্থান নেয়। পরে নাফ নদীতে একটি ট্রলারকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। ট্রলার তল্লাশি করে ৬ লাখ ৯২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বাংলা৭১নিউজ/এন