কক্সবাজারের টেকনাফে দশ হাজার ইয়াবাসহ সমজিদা বেগম (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবুল কাশেমের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সমজিদা বেগমের খাটের নিচ থেকে স্কুলব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। এসময় নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে