বাংলা৭১নিউজ,টেকনাফ: টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আরেক আসামি জামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নাজিরপাড়ার একটি পানের বরজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামাল হোসেন নাজিরপাড়ার মৃত মোহাম্মদ হেসেনের ছেলে।
টেকনাফ থানার এসআই (অপারেশন অফিসার) কাঞ্চন কান্তি দাশ জানান, টেকনাফ সাংবাদিকের ওপর হামলার ঘটনার এজাহারভূক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পানের বরজ থেকে জামাল হোসেনকে গ্রেফতার করে।
এর আগে মঙ্গলবার গ্রেফতার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর বাবা মামলার ৫ নম্বর আসামি এজাহার মিয়াকে। এছাড়াও সন্দেহজনকভাবে আটক করা হয়েছে আবুল কাশেম নামে একজনকে।
শুক্রবার (১৩ মে) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় পেশাগত দায়িত্বপালনকালে ভূট্টোর নেতৃত্বে ৬ সাংবাদিককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ লুট করা হয়।
ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদি হয়ে গত রোববার রাতে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। দ্রুত বিচার আইনে রেকর্ড করা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনী প্রধান নুরুল হক ভূট্টোকে প্রধান আসামি করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইস