বাংলা৭১নিউজ,টেকনাফ প্রতিনিধি: টেকনাফে ‘র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি’তে হাফেজুর রহমান ও ছাবির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় এই ঘঠনা ঘটে।
নিহত হাফেজুর সাভারের নগর কুন্ডা এলাকার আব্দুল মতিনের ছেলে এবং ছাবির বাগেরহাটের বরবাড়িয়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে। তারা দুজন মাদক কারবারি বলে জানায় র্যাব।
র্যাবের ভাষ্যমতে, ‘টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মিনি কাভার্ডভ্যান দমদমিয়ায় র্যাবের চেকপোস্ট দেখে উল্টা ঘুরিয়ে ফেলে। র্যাব গাড়ি নিয়ে পেছনে ধাওয়া করলে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে দুই মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।’
‘আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎিসক তাদের মৃত ঘোষণা করেন। গোলাগুলির এই ঘটনায় সিপিএল নুরুল(এএসআই), কাসেদ ও রাশেদ নামে তিন র্যাব সদস্যও আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
টেকনাফ র্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ আলম জানান, ‘মাদক কারবারিদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।’
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, ‘টেকনাফ থেকে ইয়াবা কিনে তারা ঢাকা পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। নিহত দুইজনই ইয়াবার কারবারি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
বাংলা৭১নিউজ/আর এইচ