বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. হোসেন (৩৯)।
পুলিশের দাবি, নিহত হোসেন ইয়াবাকারবারি। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।
হোসেন টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়াপাড়ার মৃত আনু মিয়ার ছেলে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির পশ্চিম সাতঘরিয়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদককারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনকে উদ্ধার করা হয়।
পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে হোসেনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ ও পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এমএস