বাংলা৭১নিউজ,(টেকনাফ)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় জাহাঙ্গীর ও সোহেল নামে র্যাবের দুই সদস্যও আহত হন। আজ রবিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত মাদক কারবারিরা হলেন- কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় বসবাসকারী টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)।
এ ব্যাপারে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব জানান, হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় ইয়াবা উদ্ধার করতে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তিনজনের মরদেহ পাওয়া যায়।
তিনি আরো জানান, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএ