বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)।
রবিবার রাত নয়টার দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরার উমর খাল এলাকায় এক অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও দুজনকে আটক করে র্যাব।
ইয়াবাসহ আটক দুজন হলেন, টেকনাফ ন্যাচার পার্ক এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাম্পের মো. হোসেনের ছেলে জাবেদ ইকবাল (২১)।
দুই জনই মিয়ানমার থেকে আসা পুরাতন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছেন র্যাব।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, ওমর খাল ব্রিজ থেকে উত্তর পশ্চিম পাশে টেকনাফ – কক্সবাজার সড়কের পশ্চিম পাশে নীচু খালি জায়গায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/পিআর