বাংলা৭১নিউজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় ফরিদ আলম নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, ফরিদ একজন মাদক ব্যবসায়ী।
আজ রোববার ভোর ৬টার দিকে ফরিদ আলমের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ভাষ্য, দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষে বাধলে গুলিবিদ্ধ হয়ে ফরিদ নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও মাদকের ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/আরএম