বাংলা৭১নিউজ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ সকাল ৯টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবা পাচার বন্ধে সম্প্রতি কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আজ সকালে কোস্টগার্ডের একটি দল নাফ নদী সংলগ্ন টেকনাফ স্থলবন্দরের পাশে টহল দিচ্ছিল। এ সময় স্থলবন্দরের উত্তর পাশে নাইট্যং খালের জঙ্গলে একটি বস্তা পাওয়া যায়। পরে ওই বস্তায় এক লাখ ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বাংলা৭১নিউজ/এম