বাংলা৭১নিউজ, টেকনাফ : টেকনাফে নাফ নদীর তীর থেকে এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার রাত সাড়ে ১১টায় নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেট থেকে ইয়াবার চালানটি জব্দ করে বিজিবির একটি দল।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে টেকনাফে বিজিপির একটি দল নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেটে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা।
বাংলা৭১নিউজ/এন