বাংলা৭১নিউজ,(টেকনাফ)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবা ও নগদ টাকাসহ আব্দুল আমিন (২৯) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
র্যাব সূত্রে জানা গেছে, আজ রবিবার ভোরে টেকনাফের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় ইয়াবা বহনকারী সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-১৫ ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এমএস