বাংলা৭১নিউজ,(টেকনাফ)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ দিল মোহাম্মদ দিলু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মহেশখালিয়াপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ৬টি এলজি, ১৩ রাউন্ড কার্তুজ ও ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরে তার স্বীকারোক্তি মতে, মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী মহেশখালিয়াপাড়ায় ইয়াবা এবং অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সহযোগীরা দিলুকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মাদককারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দিলুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় আহত হন এসআই বাবুল ও কনস্টেবল ইব্রাহীম।
দিলুকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
বুধবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দিলুকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এস.এ.বি