বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। রোববার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই হাসপাতালে ভর্তি আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ও গিয়াস কাদের চৌধুরী। রোববার রাতে ভিন্ন রোগে তাদের দুজনকেও সেখানে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি বলেন, সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে সাফারাত ওয়াসিউদ্দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর ব্যারিস্টার শাহজাহান ওমর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ডেঙ্গু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।