বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর পর এবার টুইট বার্তার মাধ্যমে রাজধানীর কুড়িলে অবস্থিত বাংলাদেশের অন্যতম শপিংমল যমুনা ফিউচার পার্কে হামলার হুমকি দেওয়া হয়েছে।
কামিল আহমেদ নামে এক ব্যবহারকারী এ টুইট করেছেন। প্রকাশিত টুইটে বলা হয় আক্রমণের পরবর্তী লক্ষ্য যমুনা ফিউচার পার্ক।
পরে মন্তব্যের ঘরে ‘কেন বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে’ এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে জানানো হয়, অমুসলিমদের হাত থেকে ইসলামকে রক্ষার স্বার্থেই এসব পরিকল্পনা এবং তারা শুধুমাত্র তাদের কর্তব্যটুকুই করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ব্যবহারকারীর অভিন্ন বার্তা সম্বলিত টুইটের দু’টি স্ক্রিনশট পাওয়া যায়। খুঁজে পাওয়া স্ক্রিনশট দু’টিতে সময়ের ভিন্নতা রয়েছে।
একটি স্ক্রিনশটে রোববার সকাল ১১টা ৪৯ মিনিট ও অপরটিতে সোমবার রাত ১২টা ৪৯ মিনিটে একই বার্তা দিয়ে এই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে।
এরপর থেকেই টুইটারে কামিল আহমেদকে উদ্দেশ করে জবাব দিতে থাকেন দেশে বিদেশি অবস্থানকারী টুইটার ব্যবহারকারীরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২০ বিদেশি নাগরিকসহ ৩০ জন নিহত হন।
বাংলা৭১নিউজ/এমএস