বাংলা৭১নিউজ,ডেস্ক: মাইক্রোব্লগিং সাইট টুইটারের অ্যানড্রয়েড সংস্করণে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আর তাই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে ৮.২৮ সংস্করণ ডাউনলোড করলেই ক্র্যাশ বা বন্ধ হয়ে যাচ্ছে টুইটার। এ জন্য ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণটি ডাউনলোড না করার অনুরোধ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
হালনাগাদ অ্যানড্রয়েড অ্যাপের ত্রুটি মেরামতে কাজ শুরু হয়েছে। তবে যাঁরা এরই মধ্যে সংস্করণটি ডাউনলোড করেছেন তাঁদের Settings > Apps > Twitter > Storage and cache > Clear Storage > Clear Cache অপশন থেকে ক্যাশ পরিষ্কার করে পুনরায় টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
সূত্র : ইন্টারনেট
বাংলা৭১নিউজ/সি এইস