আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
অবসরের বিষয়ে তিনি বলেন, ‘ভারত সিরিজের অনুশীলনের সময় আলোচনার শুরু। আমার পরিবারের সাথে, বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি।’
৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ আজ অবসর ঘোষণা করলেও আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ও ১২ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচও খেলবেন। অর্থাৎ এই সিরিজটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ।
টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। সেই থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে, ২৩.৪৮ গড়ে রান করেছেন ২ হাজার ৩৯৫। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট। শুধু তাই নয় এই ফরম্যাটে বাংলাদেশকে ৪৩ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ ২৬ ম্যাচে হারের বিপরীতে জিতেছিল ১৬ টিতে।
২০২২ বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সুপার টুয়েলভে উঠলেও একটি ম্যাচও জিততে পারেননি সেবার। পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারিয়েছেন, বাদ পড়েছেন দল থেকে। কঠোর অনুশীলন ও অধ্যবসায়ে দলে ফিরলেও এখন পারফরম্যান্সের গ্রাফ তলানিতে।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটার হয়েও দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ২০২৪ সালে এখন পর্যন্ত মাহমুদউল্লাহ ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে ফিফটি করেছেন। সবশেষ ১০ ম্যাচের কোনোটিতে ২৫ রানের উপর উঠতে পারেননি। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন ৯ বলে ৬ রান করে। তাতে টানা ডট বল ছিল ৫টি!
সবশেষ রোববার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২ বল খেলে ১ রান করে আউট হন।
বাংলা৭১নিউজ/এসএকে