চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্যসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানার উত্তর মোহরা এজাহার শাহ মাজার এলাকার একটি গোডাউন থেকে নগদ টাকাসহ ১৭ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের এসব পণ্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে পাঁচ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল, ছয় হাজার ৩৫০ কেজি মসুর ডাল এবং বিক্রয়লব্ধ আরও এক লাখ ৮৪ হাজার নগদ টাকা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।
গ্রেফতাররা হলেন- চান্দগাঁও থানার পশ্চিম মোহরা কাজীর হাট এলাকার মৃত হাফিকুর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩২), ভোলার লালমোহন থানার চরলক্ষ্মী গ্রামের মো. হানিফের ছেলে মো. মনির (৩২), একই থানার রায়চাঁদ বাজার এলাকার মো. মফিজুর ইসলামের ছেলে মো. জসিম (২৩), একই এলাকার মো. শহিদুল ইসলাম মোল্লার ছেলে সাগর মোল্লা (২৪), তার ভাই মো. সালমান (২৭), মো. লিটনের ছেলে মো. রায়হান (১৯) এবং চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার মৃত মো. অলি আহাম্মদের ছেলে নুর আলম (৪৮)।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, উত্তর মোহরা এজাহার শাহ মাজার এলাকার দেলোয়ারের গোডাউনে প্রচুর পরিমাণে টিসিবির পণ্য মজুত করে কালোবাজারে বেশি মূল্যে বিক্রির খবর পেয়ে রোববার রাতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় গোডাউন থেকে ৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের পাঁচ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল, ছয় লাখ ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যের ছয় হাজার ৩৫০ কেজি মসুর ডাল এবং নগদ এক লাখ ৮৪ হাজার টাকা উদ্ধারসহ জব্দ করা হয়।
এই কাজে জড়িত গোডাউন মালিক দেলোয়ারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মূলত তারা সরকারি ভর্তুকির টিসিবির পণ্য বরাদ্দ নিয়ে নির্ধারিত ভোক্তাদের মাঝে সরবরাহ না করে বেশি দামে কালোবাজারে পণ্যগুলো বিক্রি করে দিচ্ছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এসএইচ