দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে আছে। মধ্যবিত্ত কষ্টে আছে। এটা এ সময়ের (বা সবসময়ের) সত্য..
কিন্তু তাই বলে টিসিবির ট্রাক থেকে পণ্য ক্রয় করা লজ্জার কেন হবে? কম দামে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছে মানুষ সেখানে যাচ্ছে। এটাকে শেমিং করা কেন?!
‘মুখ লুকাচ্ছে’ ‘ছুটছে’ আরও নানাবিধ করুন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এটাকে একটা মান-সম্মানের ব্যাপার বানানোর চেষ্টা করা হচ্ছে! কেন?
সুপারশপে ‘সেইল’ এর সময়ও তো কাড়াকাড়ি পড়ে, ‘অ্যান্ড গেইম’ এর টিকিটের জন্য বড়লোকের পোলাপাইন ছোটে নাই?…তাইলে শুধু টিসিবির ট্রাকের লাইনে দাড়ানো কে আলাদা করা কেন? এটাতো কষ্টে থাকা মানুষকে উল্টো একটা আলগা-পেইন দেওয়া হল! টিসিবির ট্রাক একটা কম দামের পণ্যের দোকান। ব্যাস আর কিছু না।
প্রত্যেক ওয়ার্ডে একটা করে টিসিবির ট্রাক চাই।
(চলচ্চিত্র পরিচালক ও নাট্যনির্মাতা শিহাব শাহীনর ফেসবুক পোস্ট)
বাংলা৭১নিউজ/এসএম