করোনাভাইরাসের টিকা নিতে উত্সাহিত করতে দুবাইয়ের কয়েকটি রেস্তোরাঁ ভোক্তাদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে। সে অনুযায়ী যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের ১০ শতাংশ এবং যারা দুটি ডোজ নিয়েছেন তাদের ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তবে এ জন্য টিকা নেওয়ার মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে বলে জানিয়েছে দেশটির গেটস হসপিটালিটির মালিকানাধীন তিনটি রেস্তোরাঁ।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এরই মধ্যে এক কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ২৫ লাখ নাগরিককে করোনার টিকা প্রয়োগ করেছে। ইসরাইলের পর এটিই একক কোনো দেশে টিকা প্রয়োগের দ্বিতীয় সর্বোচ্চ হার।
কিছু মানুষ এ পদক্ষেপকে স্বাগত জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনাও হচ্ছে। একজন টুইট করেছেন, ব্যাপারটা দুভাবে দেখা যেতে পারে, এটি হয় অনন্য বিপণন প্রচেষ্টা কিংবা আরো বেশি লোককে টিকা নিতে উত্সাহিত করা।
চীনা সিনোফার্ম এবং মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা দিয়ে ডিসেম্বরে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করে।
ভাইরাসের সংক্রমণ বাড়লেও নতুন বছর থেকে দুবাই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং রেস্তোরাঁ ও পরিষেবাগুলো শুরু হয়েছে। যদিও আরব দেশটিতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব পালনের কঠোর নির্দেশনা রয়েছে। জমায়েত হওয়ার ক্ষেত্রে সীমা ২০০ থেকে কমিয়ে ১০ জনে নামিয়ে আনা হয়েছে এবং রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে টেবিলের মধ্যে ব্যবধান দুই মিটার থেকে বাড়িয়ে তিন মিটার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস