চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল্লা নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লা নতুন হাউলি মাঠপাড়া গ্রামের সুজন আলির ছেলে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশু আব্দুল্লা তার বসতঘরের পাশে টিউবওয়েলে পানি খেতে যায়। এসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের ছাউনি ও টিনের বেড়া দেওয়া বসতঘরের বেড়ায় হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার মা লতা খাতুন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দমুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. শারমিন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি