বাংলা৭১নিউজ,ঢাকা: কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা এবং দেশিয় কিছু রাজনীতিক মিলে টার্গেট কিলিং করছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, এসব ঘটনায় আইএস জড়িত নয়। আইএসের নামে বায়বীয়ভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
বাবুল আক্তারের স্ত্রী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই আমরা আপনাদের সামনে মিতু হত্যাকারীদের হাজির করবো। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা
বাংলা৭১নিউজ/সিএইস