শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাসুদ আলী খান মারা গেছেন রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে আইন উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামান চার দিনের রিমান্ডে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে আরও সক্রিয় হতে হবে সরকারকে কোস্টগার্ডের ডিজির দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল জিয়াউল হক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচার অনুসন্ধানে সিআইডি সবুজবাগে ২১ মামলার আসামিকে হত্যার অভিযোগ কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন রোহিঙ্গাদের উত্তর আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ১৩৩.৩৩ শতাংশ শুক্রবার থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, ফের মহাসড়ক অবরোধ নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল হাসিনা সরকার: নুর জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ মেগা প্রকল্প বাস্তবায়নে মেগা চুরি হয়েছে : ড. দেবপ্রিয়

‘টারজান’ অভিনেতা রন এলি মারা গেছেন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

‘টারজান’খ্যাত মার্কিন অভিনেতা রন এলি মারা গেছেন। গত ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রন এলির কন্যা কার্স্টেন।

প্রায় এক মাস আগে রন এলি মারা গেলেও গতকাল সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর জানিয়ে বিবৃতি দেন কার্স্টেন। এতে তিনি বলেন— ‘মহান একজন মানুষকে হারালো পৃথিবী, আমি হারালাম আমার বাবাকে।’ 

মানুষের মাঝে ইতিবাচক প্রভাব বিস্তারের ক্ষমতা ছিল রন এলির। এ তথ্য উল্লেখ করে কার্স্টেন বলেন, “আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, যাকে সবাই ‘হিরো’ বলে ডাকতেন। একাধারে তিনি ছিলেন অভিনেতা, কোচ, মেন্টর, ফ্যামিলি ম্যান এবং একজন নেতা। তিনি যেখানেই যেতেন, সেখানেই ইতিবাচক শক্তিশালী প্রভাব ফেলতেন। অন্যদের মাঝে তিনি যে প্রভাব ফেলেছেন, তা আমার মাঝেও রয়েছে।  সত্যি তার মাঝে জাদুকরী কিছু ছিল।”

১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলজীবনের প্রেমিকা জেন ট্রিপলেটকে বিয়ে করেন রন। দুই বছর পর ভেঙে যায় তাদের এই সংসার। আশির দশকে মিস আমেরিকা প্রতিযোগিতা সঞ্চালনার সময়ে ভ্যালেরি লুনডেনের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। এ সংসারে তাদের তিনটি সন্তান রয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, ২০১৯ সালে ছেলের গুলিতে মারা যান রন এলির স্ত্রী ভ্যালেরি।

১৯৫৮ সালে ‘সাউথ প্যাসিফিক’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে রন এলির। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ঠিক তার পরের বছরই টিভি সিরিজে নাম লেখান রন এলি। ‘ফাদার নোস বেস্ট’ সিরিজের মাধ্যমে প্রথম টিভি সিরিজে অভিনয় করেন তিনি। এরপর বড় ও ছোট পর্দায় নিয়মিত কাজ করতে থাকেন। তবে চলচ্চিত্রের চেয়ে টিভি সিরিজে বেশি মনোযোগী হন এই অভিনেতা।

অভিনয় ক্যারিয়ারে অনেক কাজ করলেও ষাটের দশকের মাঝামাঝি সময়ে রন এলির ক্যারিয়ারে বড় ধরনের বাঁক বদল আসে। কারণ এসময় ‘টারজান’ টিভি সিরিজের মূল ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশনে প্রচার হয় সিরিজটি। এটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com