কঠোর বিধি-নিষেধের সময় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। এ বিষয়ে বুধবার (৩০ জুন) প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে আগামীকাল (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে অর্থবছরের শুরুর দিন ‘ব্যাংক হলিডে’হিসেবে ১ জুলাই (বৃহস্পতিবার) ব্যাংকগুলোতে লেনদেন হবে না। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ টানা চারদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।
বাংলা৭১নিউজ/এসএইচ