নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। এখনো দলীয় কার্যলয়ের সামনে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।
বুধবার (৮ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথমদিন সকালে এমন চিত্র দেখা গেছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই দিন থেকেই তালা ঝুলছে বিএনপি কার্যালয়ে।
এদিন দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বাস ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করছে। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের কেউ দাঁড়িয়ে রয়েছেন, আবার কেউ বসে আছেন। উৎসুক লোকজন কার্যালয়ের আশপাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যাচ্ছেন। তবে বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ের সামনে বা আশপাশে কোথাও দেখা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের পাশাপাশি গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লোহার তৈরি ১০টি ব্যারিকেড (রোড ব্লক) আনা হয়। সেগুলো এখনো কার্যালয়ের সামনে রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ