বাংলা৭১নিউজ,ঢাকা: আওয়ামী লীগের বর্ষিয়ান নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী আবার জাতীয় সংসদের উপনেতা হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ উপনেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাজেদা চৌধুরী আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি। দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এর সঙ্গে জড়িত। সাবেক এই মন্ত্রী ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম সংসদের উপনেতা নির্বাচিত হন। তিনিই দেশে প্রথম নারী সংসদ উপনেতা। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের উপনেতার পদটিও অলংকৃত করেছেন আওয়ামী লীগের এই নেত্রী।
সাজেদা চৌধুরী এবারও ফরিদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অসুস্থতার কারণে প্রথমে তাকে মনোনয়ন দেয়া না হলেও পরে তাকেই নৌকার প্রার্থী হিসেবে বেছে নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামা বাড়িতে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। শিক্ষাজীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার স্বামী রাজনীতিবিদ এবং সমাজকর্মী গোলাম আকবর চৌধুরী। ২০১৫ সালের ২৩ নভেম্বর আকবর চৌধুরী মৃত্যুবরণ করেন।
বাংলা৭১নিউজ/আক