রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

টাঙ্গাইলে ৬ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, টাঙ্গাইলে বন্যায় প্রায় ৬ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। যমুনাসহ জেলার সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনের ভারি বর্ষণে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

তবে কৃষি বিভাগ বলছেন, কয়েকদিনের মধ্যে পানি নামতে শুরু করবে। মাঠ পর্যায়ে তাদের শতাধিক কৃষি অফিসার কাজ করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আবু আদনান বলেন, ‘জেলার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৭টি উপজেলায় ৫ হাজার ৯৫০ হেক্টর ফসলি জমি নিমজ্জিত রয়েছে। টাঙ্গাইল সদরে বোনা আমন ৩০০ হেক্টর, রোপা আমন বীজতলা ১৫ হেক্টর, রোপা আমন ৮০০ হেক্টর, আউশ ২০ হেক্টর, সবজি ৫০ হেক্টর এবং আখ ১৫ হেক্টর। কালিহাতী উপজেলায় রোপা আমন বীজতলা ১০ হেক্টর, রোপা আমন ৩২০ এবং সবজি ৩০ হেক্টর।

মির্জাপুর উপজেলায় রোপা আমন ১৫ হেক্টর। গোপালপুর উপজেলায় রোপা আমন ৮০০ হেক্টর। ভূঞাপুর উপজেলায় বোনা আমন ৮৪৫ হেক্টর, রোপা আমন বীজতলা ২৭০ হেক্টর, রোপা আমন ১২১০ হেক্টর, আউশ ৯৫০ হেক্টর, সবজি ১১০ হেক্টর। দেলদুয়ার উপজেলায় রোপা আমন বীজতলা ১০ হেক্টর, রোপা আমন ৫০ হেক্টর, আউশ ১৫ হেক্টর। ধনবাড়ী উপজেলায় রোপা আমন ১০০ হেক্টর, সবজি ১৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন স্থানে ফসলি জমি তলিয়ে গেছে। এসব ফসলি জমিতে ৭ থেকে ১৫দিন পানি থাকে তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।

এর আগে ফসলি জমি থেকে পানি নামলে ফসলের তেমন ক্ষতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া যেসব উপজেলায় ফসলি জমি তলিয়ে গেছে সেসব উপজেলার কৃষি অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যায় যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হবেন তাদের সবাইকে সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com